Top

টরেনটোতে ডিজিটাল বুথ খোলার অনুমতি পেল পদ্মা ব্যাংক সিকিউরিটিজ

১৪ জানুয়ারি, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
টরেনটোতে ডিজিটাল বুথ খোলার অনুমতি পেল পদ্মা ব্যাংক সিকিউরিটিজ

কানাডার টরেনটোতে ডিজিটাল বুথ খোলার অনুমতি পেয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৪তম কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে ডিজিটাল বুথ খোলার অনুমতি দিয়েছে। কানাডার আইনি সকল কাজ শেষ করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।

সূত্র মতে,  অনুমোদনের বিষয়টি ইতোমধ্যে দুই স্টক এক্সচেঞ্জ,বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডকেও(এনবিআর) জানিয়েছে বিএসইসি।

এ বিষয়ে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াদুজ্জামান বলেন, কানাডাতে ডিজিটাল বুথ খোলার প্রাথমিক অনুমতি পেয়েছি। এখন ওই দেশের আইনি কাজ শেষ করে বিএসইসিকে অবহিত করা হবে। বিএসইসির চুড়ান্ত অনুমোদন পেলই আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করবো।

শেয়ার