নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন বলেছেন, কোনদল নির্বাচনে অংশ গ্রহণ করবে বা করবে না এটা নির্ভর করে সরকার কিংবা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের উপর। কোনো দলকে নির্বাচনে অংশ গ্রহণ করা নিশ্চিত করন নির্বাচন কমিশনের দায়িত্ব নয়।
শুক্রবার (২০ মে) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এ কথা বলেন।
এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এ ব্যপারে কমিশন কাজ করে যাচ্ছে।
আগামী সংসদ নির্বাচন ৩০০’শ আসনেই ইভিএম পদ্ধতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইভিএম পদ্ধতি বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তাছাড়া ইভিএম পদ্ধতি নিয়ে জনমনে এক ধরনের ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলেও এ বিষয়ে প্রতিক্রিয়া রয়েছে। দেশের বিশেষজ্ঞদের নিয়ে ইভিএম পদ্ধতির ব্যাপারে মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। মুলত আমরা একটি স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এছাড়াও রাজনৈতিক দলের সাথেও ইভিএম পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।
কমিশনার এসময় আরও বলেন দেশে এখনো পর্যন্ত একশো থেকে একশো বিশটি আসনে ইভিএম পদ্ধতির নির্বাচন সম্পন্নকরণের সক্ষমতা রাখে। খুব অল্প সময়ের মধ্যেই আগামী জুনেই ইভিএম পদ্ধতির বিশেষজ্ঞদের সাথে বসা হবে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।