Top

টাঙ্গাইলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

২০ মে, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
টাঙ্গাইলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শুক্রবার বেলা ১১ টায় তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, টাঙ্গাইলের যে কয়টি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। প্রত্যেকটাই অত্যান্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল মানুষ। প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে।

আজকের পরীক্ষারটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে বলে আমি আশা করি। কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো সে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ২৩ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার