Top

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

২১ মে, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একটি  রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাতে জানানো হয়, শুক্রবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে এ হামলা চালানো হয় এবং এতে সিরিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনি বাধা দেয়।

সিরিয়ার সরকারী বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা একটি আগ্রাসন চালিয়েছে যার ফলে তিনজন শহীদ হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার পর্যবেক্ষক জানিয়েছে, নিহত তিনজন সামরিক কর্মকর্তা এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন।

পর্যবেক্ষক আরো জানিয়েছে, ইসরায়েলি হামলাগুলো দামেস্কের কাছে ইরানি অবস্থান ও অস্ত্রের ডিপোকে লক্ষ করে করা হয়েছে।

এ ব্যাপারে ইসরায়ে সামরিক বাহিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

সিরিয়ান অবজারভেটরি অনুসারে সর্বশেষ ১৩ মে এবং ২৭ এপ্রিল সিরিয়ায় হামলা চালায়,এতে ৫ জন এবং পরবর্তী দামেস্কের কাছে আরেকটি হামলায় ১০ সিরিয়ান যোদ্ধাকে হত্যা করা হয়।

শেয়ার