Top

খুলনায় দুই জেএমবি সদস্যের ২০ বছর করাদণ্ড

২২ মে, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
খুলনায় দুই জেএমবি সদস্যের ২০ বছর করাদণ্ড
খুলনা প্রতিনিধি :

খুলনায় জেএমবি’র দুই সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান। গতকাল রোববার রায় ঘোষনাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল। রায়ে তাদের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ ও শামীম আহমেদ পলাশ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো: রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

মামলা ও আদলত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামক বাড়ির তিনতলা ভবনের নিচ তলা থেকে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নি দ্রব্য ও কয়েকটি রিমোর্ট কন্ট্রোল উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। এ ব্যাপারে ওইদিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাদের দু’জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন, যার নং ২৪। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: এনামুল হক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ১২ জন সাক্ষী আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, এ দু’জন আসামির বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আদালতে তারা কয়েকটি স্থানে বোমা হামলার কথাও স্বীকার করেছে।

শেয়ার