গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারন
সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ
করে শ্রদ্ধা জানায় সহস্রাধিক নেতাকর্মি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের
মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক শামচুল আলম চৌধুরী, সাবেক জেলা অাওয়ামী লীগের যুগ্ম
সাধারন সম্পাদক ঝর্না হাসানসহ নব গঠিত জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নব নির্বাচিত কমিটির সভাপতি শামীম হক বলেন, শেখ হাসিনা সবাইকে ছাড়
দেন, দেখেন কে কি করেন। তারপরেও কেউ যদি দূর্নীতি, অনিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তাকে ছেড়ে দেন না। তাদের পরিনতি কি হয় এটা ফরিদপুর আওয়ামী লীগ থেকে দেখেছেন।
আওযামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছেন, টেন্ডারবাজি করেছেন, যারা দূর্নীতি করেছেন তাদের
পর্যায়ক্রমে আইনের মাধ্যমে যতাযথ শাস্তি দিবেন।
সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ বলেন, কেউ কখনো দ্বন্দ্ব, গ্রুপিং করে বেশিক্ষণ
টিকতে পারে না। বিগত দিনে ফরিদপুর আওয়ামী লীগের দূর্নাম মুছতে টেন্ডারবাজ, হাইব্রীড মুক্ত
কমিটি গঠন করা হবে। আমরা যখন পূর্ণাঙ্গভাবে কমিটি গঠন করে কাযর্ক্রম শুরু করবো তখন
দ্বন্দ্ব, গ্রুপিং কিছুই থাকবে না।