Top

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার

১৬ জানুয়ারি, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের দর কমেছে ২০ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর কমেছে ১৬ দশমিক ১৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১৫.০৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১৩.৩৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১২.৬১ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ১২.২৪ শতাংশ, সোনালী আঁশের ১১.৯৯ শতাংশ, দুলামিয়া কটনের ১১.২৮ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১১.২৮ শতাংশ দাম কমেছে।

শেয়ার