Top

অবৈধভাবে ধান মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

০১ জুন, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
অবৈধভাবে ধান মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ধান মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিশ মমতাজ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সদর উপজেলার নয়াগোলা ও ঝিলিম বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, কর্মকর্তা মাহমুদুল হাছান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন এসময় উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য কর্মকর্তা মাহমুদুল হাছান জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নয়াগোলা ও ঝিলিম বাজার এলাকায় অবৈধভাবে ধান চাল মজুদকারীদের বিরুদ্ধে খাদ্য বিভাগের অভিযান পরিচালনা করা হয়। এসময় ঝিলিম বাজার এলাকায় ফুড গ্রেন লাইসেন্স ছাড়ায় ধান মজুদ করার অপরাধে পাইকারি আড়তদার মেসার্স বিশমিল্লাহ শস্য ভান্ডারের মালিক মোহা. তোতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, একই এলাকার খুচরা আড়তদার আশরাফুল ইসলামকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধবাবে ধান চাল মজুদদারদের বিরুদ্ধে এই অভিযান অবাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
শেয়ার