Top

চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ ক্লিনিক বন্ধ

০২ জুন, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ ক্লিনিক বন্ধ
মো. জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ :

অবৈধ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় লাইসেন্স থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়াও লাইসেন্স নবায়ন করতে আরও ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকার কারণে একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনেস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে। এছাড়াও আরও দশটি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে লাইসেন্স নবায়ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামীয়া নার্সিং হোম, রহনপুর ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার, রাজ ডায়াগনেস্টিক সেন্টার ও নিউ পপুলার মেডিসিন কনসালটেশন হোম। সবগুলো প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় অবস্থিত।

জমজম ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার, আল মদিনা ক্লিনিক ও ডায়াগনেস্টিক, মহানন্দা ক্লিনিক ও ডায়াগনেস্টিক, নিউ মেডিল্যাব ডায়াগনেস্টিক সেন্টার, হেফাজ উদ্দিন মেমোরিয়াল ডায়াগনেস্টিক সেন্টার ও ডিপ্লোমা ডায়াগনেস্টিক সেন্টারসহ মোট ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুর রশীদ মুঠোফোনে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোমস্তাপুরে লাইসেন্স না থাকার কারণে ৪টি প্রতিষ্ঠানকে বন্ধ এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১০টি প্রতিষ্ঠানকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। অবৈধ ও লাইসেন্স না থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে মোট ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় বন্ধ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।

শেয়ার