ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী- রাণীশংকৈল হাতি দিয়ে চাঁদা তোলার দায়ে হাতির মাহুতকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২ জুন বৃহস্পতিবার বিকালে বালিয়াডাঙ্গী ইউএনও তাকে এই কারাদণ্ড প্রদান করেন।
গাড়ির ড্রাইভার, মোটরসাইকেল চালক ও দোকান থেকে হাতি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা তোলার
সময় হাতির মাহুতকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল সার্কেল অফিসার তোফাজ্জল হোসেন
ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে হাতির মাহুতকে আটক করে। পরে বালিয়াডাঙ্গী উপজেলা
নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে তিনি মাহুতকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আটককৃত ও কারাদণ্ডপ্রাপ্ত যুবক নওগাঁ জেলার ধামুইরহাটের সাইফুর রহমানের ছেলে নয়ন (১৯)।