সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও পৌর প্যানেল মেয়র আব্দুল কাদের তালুকদারকে মারধরের ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৫ জুন) বিকেলে মোটরসাইকেল যোগে প্যানেল মেয়রকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় বেলকুচি পৌর এলাকার জীধুরি মহল্লার মাজেম মিয়ার ঢালু নামক স্থানে ওঁৎ পেতে থাকা পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীরা মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
এসময় তার কাছে থাকা গুচ্ছ গ্রাম প্রকল্পের ১ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পাশের একটি দোকানে নিয়ে গেলেও প্যানেল মেয়র আব্দুল কাদেরকে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ ৭ জনের বিরুদ্ধে চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে মারধরের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছে। তবে আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।