Top

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

১৭ জানুয়ারি, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে জুট স্পিনার্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪ বারে ৮ হাজার ৮২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২ হাজার ৮৭৬ বারে ২ কোটি ৩০ লাখ ৩০ হাজার ১৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯০ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৮০ বারে ১৯ লাখ ৮৩ হাজার ৬৬৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯ দশমিক ৯০ শতাংশ, ইমাম বাটনের ৯ দশমিক ৮৭ শতাংশ, এডিএন টেলিকমের ৯ দশমিক ৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৪৫ শতাংশ, অলটেক্সের ৯ দশমিক ৩২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ডের ৯ দশমিক ১৬ শতাংশ ও এএফসি এগ্রোর শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার