আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই বাঁহাতি অলরাউন্ডার এমন অর্জন করেছেন। গত ২৭ ডিসেম্বর বিগত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করে আইসিসি। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার এই একাদশের ‘স্মারক ক্যাপ’ বুঝে পেলেন।
রোববার (১৭ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব এমনটি নিশ্চিত করেন। সেই স্মারক ক্যাপটি পরে দেশসেরা এই ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, অবশেষে ক্যাপটি পেলাম।
এই একাদশে ভারতের সবচেয়ে বেশি ৩ জন জায়গা পেয়েছেন, দুই জন করে আছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আছেন ১ জন করে।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।