Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

সিরাজগঞ্জে নছিমন খাদে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

১১ জুন, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নছিমন খাদে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে নছিমন খাদে পড়ে নির্মাণ শ্রমিক আলহাজ্ব উদ্দিনের (২৮) মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের আবু তালেব খোকার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩ জন। কামারখন্দ থানার ওসি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে শাহবাজপুর থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনটি যাত্রী নিয়ে বেতবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে উল্টে যায়। এতে ওই নির্মাণ শ্রমিকসহ ৪জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার গভীর রাতে ওই নির্মাণ শ্রমিক মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার