Top

নোয়াখালীর হাতিয়ায় সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ আটক ২

১২ জুন, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
নোয়াখালীর হাতিয়ায় সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ আটক ২
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় তাদের কাছ থেকে ৩টি সাউন্ড গ্রেনেড, একটি ছোরা ও একটি লোহারপাত জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এরআগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চানন্দী ইউনিয়নের আমিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুইজন চানন্দী ইউনিয়নের মিয়াজী গ্রামের মো. হানিফেরে ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থীর পক্ষ নিয়ে আমিন বাজার এলাকায় জড়ো হয় একদল অস্ত্রধারী। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুই জনকে আটক করে পুলিশের খবর দেয়।

মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, আগামি ১৫জুন চানন্দী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সাধারণ সদস্য পদে ২৩ এবং সংরক্ষিত আসনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এখানে মোট ভোটার ৪০হাজার ৯৭০জন, যার মধ্যে ২১ হাজার ৬৮জন পুরুষ ও ১৯হাজার ৯০২জন নারী ভোটার রয়েছে।

শেয়ার