উজানের ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেইসাথে যমুনা তীরবর্তী ৫টি উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গনও শুরু হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রামের নান্দনিক তারকা জামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি বাড়তে থাকায় নিম্নঞ্চলের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। সেইসাথে এনায়েতপুরসহ বিভিন্ন স্থানে ভাঙ্গনও শুরু হয়েছে।
এ ভাঙ্গনে ঘূর্নাবর্তের সৃষ্টি হয়ে চোখের সামনে ওই নান্দনিক মসজিদ বিলীন হওয়ায় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েছে এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । এ মসজিদ এলাকায় প্রায় ৪৭ মিটার জুড়ে এখন ভাঙ্গন চলছে। এছাড়া গত এক সপ্তাহে প্রায় ৩৭টি বসত ভিটা ও বহু গাছপালা যমুনার গর্ভে চলে যায়। ওই মসজিদের ইমাম হাফেজ জহুরুল ইসলামসহ অনেকেই সাংবাদিকদের জানান, ওই মসজিদে আজও ফজরের নামাজ আদায় করেছি। কিন্তু হঠাৎ করে সকালে ঐতিহ্যবাহী এ মসজিদ ভাঙনে বিলীন হয়ে যায় যমুনার গর্ভে।
এ তারকা মসজিদ দেখার জন্য প্রতিদিন বহু মানুষ আসতো। এখন ওই মসজিদ এলাকায় প্রচন্ড ভাঙ্গন ঠেকাতে এলাকাবাসী দাবী করছে। এদিকে এনায়েতপুর থানার খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া বলেন, প্রতিবছরের ন্যায় এবারো ভাঙ্গন শুরু হয়েছে। এ ভাঙ্গন রোধে ব্রাহ্মনগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ কাজের অগ্রগতি ও সঠিক তদারকির অভাবেই বারবার নদী পাড়ে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। ভাঙ্গনে ওই মসজিদসহ ব্রাহ্মনগ্রামের প্রায় অর্ধশত বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, চৌহালি উপজেলা ও এনায়েতপুর থানার যমুনা তীরবর্তী এলাকায় এখন ভাঙ্গন
রয়েছে।
তবে বিভিন্ন স্থাপনা এলাকায় ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ভাঙ্গন রোধে ৪০ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এ ভাঙ্গনের হাত থেকে রক্ষায় ৪৮ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।