Top

মাঝআকাশে পাখির ডানার ঝাপটায় প্লেনে আগুন

১৯ জুন, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
মাঝআকাশে পাখির ডানার ঝাপটায় প্লেনে আগুন
নিজস্ব প্রতিবেদক :

মাঝআকাশে পাখির ডানার ঝাপটায় একটি প্লেনে আগুন লেগেছে। দিল্লিগামী স্পাইস জেটের একটি ফ্লাইটে রোববার আগুন লাগার ঘটনা ঘটে। এতে বড় ধরনের বিপত্তি ঘটতে পারতো।

কিন্তু অল্পের জন্য রক্ষা পেলেন ওই প্লেনের যাত্রীরা। এই ঘটনায় কেউ হতাহত হয়। প্লেনটি নিরাপদেই পাটনায় অবতরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করে প্লেনটি।

একটি সূত্র জানিয়েছে, উড্ডয়নের পরপরই এসজি৭২৫ প্লেনটির ডানায় প্রথমে আগুন লাগতে দেখা যায়। তারপরেই বিমানবন্দরে খবর দেওয়া হয়। সে সময় বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পাটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিং বলেন, প্লেনটি নিরাপদেই অবতরণ করেছে। প্রত্যেক যাত্রী সুরক্ষিত আছেন।

প্লেনের একটি পাখায় পাখির ডানার ঝাপটা থেকেই এই বিপত্তি ঘটে। এরপরেই ওই প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই প্লেনটি নিরাপদে অবতরণ করেন পাইলট। সে কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিপি/এএস

শেয়ার