সুমাইতা হোসেন সুম রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্টান দেখার জন্য সকালে বাড়ি থেকে রংপুর জেলা স্কুল মাঠে এসেছে বান্ধবীদের সাখে। সে জানায়,এই অনুষ্টানে আসার জন্য বাবাই বলেছে। যারা এতোদিন কষ্ট করে লঞ্চ ইষ্টিমারে কষ্ট করে নদী পারাপার হয়েছেন তাদের কষ্ট লাঘোব হয়েছে। আমি চাই সরকার যাতাযাত ব্যবস্থার আরো উন্নয়ন করুক।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশের মতো রংপুর জেলা স্কুর মাঠে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়। সেখানেও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেয়। তারা রং বে রঙ্গের পোষাক পড়ে উৎসবে অংশ নেয় তারা।
রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর শক্ষার্থী জুবায়ের হাসান জানান, আমাকে খুব ভালো লেগেছে। আজ আমাদের দেশের পদ্মা সেতু উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলো। আমাদের স্কুলের সব বন্ধুরা উপস্থিত ছিল, আমরা র্যালীতে ছিলাম, মজা করেছি। ছবি তুলেছি। আজ আমাদের খুব ভালো লাগছে। নগরীর বাহারকাছনা থেকে এসেছেন মারজিয়া। সে জানায়, বাবার সঙ্গে এখানে আসছি। টেবিলের উপর সেতু বানাইছে সেটা দেখলাম। মিস্টি খাইছি। আমার অনেক বন্ধু আসছে। সবাই মিলে শেখ হাসিনাকে দেখলাম। শেখা হাসিনা টিভিতে কথা বললো, গাড়ি দিয়ে আসলো, পরে একটা জায়গায় হাত দিলো অমনি লাইট জ্বললো, খুব মজা পাইছি। ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, আজ আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার দিন,
গর্বের দিন, আনন্দের দিন। শিশুদের এমন উপস্থিতিতে খুব ভালো লেগেছে। আমি পপ্রানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রংপুরে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৯টায় পাবলিক লাইব্রেরীর মাঠথেকে শোভাযাত্রাটি বের হয়। বিভিন্ন ব্যানার, ফেষ্টুন নিয়ে
শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূয়া,ডিআইজি দেবদাস ভভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও নগর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় নাচে-গানে আনন্দে মেতে ওঠেন তারা।