Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

বাংলাদেশ সেনাবাহিনীকে কুকুর উপহার দিল ভারত

১৯ জানুয়ারি, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীকে কুকুর উপহার দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এনামুল হক জানান, প্রথমে প্রশিক্ষণপ্রাপ্ত এ পাঁচটি কুকুর ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেয় ভারতীয় সেনাবাহিনী।

শেয়ার