Top
সর্বশেষ

গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত

২৭ নভেম্বর, ২০২৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজ ভূখণ্ডে কমপক্ষে আরও ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৮ জন।

এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ২৫০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এ বিষয়ে আনাদোলু বলছে, উত্তর গাজায় সংঘর্ষে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে নিহত ওই সৈনিককে তেমের ওথমান বলে শনাক্ত করা হয়েছে। ২১ বছর বয়সী এই সেনা কেফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল।

প্রতিবেদনে আনাদোলু বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে।

মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৪ জন নিহত এবং আরও ১০৮ জন আহত হয়েছেন। হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৭৪৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।

এনজে

শেয়ার