কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে চেক সংক্রান্ত জামালপুরে করা একটি মামলায় আদালতের নির্দেশে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন রাজিবপুর থানার পুলিশ।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর জেলার বকসীগঞ্জ এলকার জনৈক রাজন মিয়াকে কিছুদিন আগে পাওনা ১২ লাখ টাকা নেয়ার জন্য আকবর হোসেন হিরো চেক প্রদান করেন। কিন্তু আকবর হোসেনের একাউন্টে টাকা না থাকায় রাজন আর্থিক লেনদেন নিয়ে চেক সংক্রান্ত একটি মামলা উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে জামালপুরে আদালতে করেন।
পরে ওই মামলায় জামালপুর আদালত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে রাজিবপুর থানা পুলিশ শুক্রবার রাতে আকবর হোসেন হিরোকে গ্রেপ্তার করে। পরে শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করে পুলিশ।