Top

টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

০২ জুলাই, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু
টাঙ্গাইল প্রতিনিধি :

 টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের হল রুমে মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায়া এ প্রশিক্ষণ হয়।

এসআরডিআই টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উৎপল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো আবদুল বারী, বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন, এসআরডিআই টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহসানা আক্তার।

এ সময় টাঙ্গাইল জেলার ৫টি উপজেলার ৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিকক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চলবে।

 

শেয়ার