Top

সিলেটে ১০ হাজার টাকা করে পাবে বন্যার্তরা

০৩ জুলাই, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
সিলেটে ১০ হাজার টাকা করে পাবে বন্যার্তরা
মিলাদ জয়নুল, সিলেট :

সিলেট জেলায় পাঁচ হাজার পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই টাকা বিতরণ। মূলত এবারের বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদেরকেই এই টাকা প্রদান করা হবে। এমন তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে ৫ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। অনুদানের টাকা পাঁচ হাজার পরিবারকে দেওয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা।

ভারী বর্ষণ আর সীমান্তের ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেট। গত মাসের জুন মধ্যভাগে বন্যা আঘাত হানে এখানে। কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক এলাকা নিমজ্জিত। এসব এলাকার লোকজন এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করা লোকজনের সংখ্যা ৩৫ হাজার ৬৮৫ জন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক জানান, ১৪ জুন থেকে শুরু হওয়া বন্যায় সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় গ্রহণ করেন। অনেক এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের বাসা- বাড়িতে ফিরে গেছেন। তবে এখনও ৪১৬টি আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার ৬৮৫ জন লোক অবস্থান করছেন।

 

শেয়ার