গত দুই সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দামে ধস নেমেছে। পাইকারিতে যে দামে মুরগি বিক্রি হচ্ছে তাতে কেজিতে খামারিদের লোকসান হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।এদিকে একই সময়ে বস্তাপ্রতি ২০০টাকা বেড়েছে খাদ্যের দাম।ফলে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ তুলতে না পারায় আসন্ন ঈদকে সামনে রেখে শঙ্কায় আছেন তারা। লোকসানে দিশেহারা এসব ব্রয়লার মুরগি খামারিদের নেই ঈদের আমেজ।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকার বাসিন্দা দুলাল মিয়া। দীর্ঘদিন ব্রয়লার মুরগি পালন করছেন।একটি এনজিও থেকে লোন করে শুরু করেছিলেন ব্যবসা।কিন্তু দীর্ঘদিন লোকসানের পর বন্ধ করে ফেলেন খামার। বাচ্চার দাম কমায় নতুনভাবে বাচ্চা তোলেন।কিন্তু গত দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগি পাইকারিতে ১১৫ টাকা হয়েছে। বাজারে বর্তমানে দামে ধস নেমেছে। ফলে আবারও লোকসানে পড়েছেন তিনি।
আসন্ন কোরবানি উপলক্ষ্যে গরুর মাংসের সরবরাহ বেড়ে গেলে ব্রয়লার মুরগির মাংসের চাহিদা কমে যাবে। এমন ধারা অব্যাহত প্রতিবছরই। ফলে একদিকে ঈদ; অন্যদিকে অস্বাভাবিক দাম কমার কারণে জীবনযাত্রা চলার ক্ষেত্রে শঙ্কিত তারা।
জানা গেছে, খামার পর্যায়ে পাইকারী ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার। ১ হাজার বয়লার বাচ্চা একদিন বয়স থেকে ৩০ দিন অর্থ্যাৎ ৮’শ গ্রাম থেকে ১ কেজি ওজন করতে প্রায় ৬০ বস্তা খাবার খায়।প্রতিবস্তা খাবার বর্তমানে ৩২০০ টাকা দাম লেগেছে। প্রতিকেজি মুরগির উৎপাদন খরচ ১১০ থেকে ১১৫ টাকার উপরে। আর বিক্রি হচ্ছে ১০০ টাকা। হিসেব করলে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা লোকসান। বর্তমান বাজারে মুরগি বিক্রি করলে ১ হাজার ব্রয়লার মুরগির খরচ ও আনুষাঙ্গিক মিলিয়ে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। ব্রয়লারের দাম ঈদের আগে বাড়বে বলে মনে হয়না।
তবকপুর ইউনিয়নের খামারী নুর আলম, বকুল মিয়া,গুনাইগাছ ইউনিয়নের মোখলেছুর, শহিদুর রহমান,দুলাল মিয়া বলেন, খাদ্যের দাম যে হারে বেড়েছে তাতে লাভ করার কোন উপায় নাই। খামার আপাতত বন্ধ রাখতে হবে । এক সপ্তাহের ব্যবধানে মুরগির কেজিতে নাই হয়ে গেছে প্রায় ২৫ টাকা। কারেন্ট বিল, লেবার খরচ, ভ্যাকসিনের দাম সব মিলিয়ে মুরগি পালন করে এক টাকা লাভ নাই। ডিলাররা বর্তমানে ফিড ও বাচ্চা বাঁকিতে দিতে চাইলেও অনেক খামারি নিচ্ছেন না। মুরগি তুলে গলার কাঁটা করে কোন লাভ নাই।
আক্ষেপের সুরে তারা জানান,এখন যে দামে ধস নেমেছে এসময় খামারিরা বাঁচবে কিভাবে? সংসার চালাবো কেমনে? ঈদেই বা চলবো কিভাবে? খাদ্যের দাম বাড়ে, বাচ্চার দাম বাড়ে কিন্তু বেচতে গেলে দাম পাই না।
এদিকে টানা লোকসানে বন্ধ হয়েছে বেশকিছু ব্রয়লার খামার।গুনাইগাছের আব্দুল হালিম ২টি ফার্মের মধ্যে ১টিতে পালন করতেন লেয়ার মুরগি অন্যটিতে ব্রয়লার মুরগি। এখন তার দুটি ফার্মই বন্ধ রয়েছে।নতুন করে তিনশত সোনালী মুরগী তুলেছেন তিনি। এছাড়াও একই এলাকার সাইদুল ইসলাম, মুছা মিয়া, শাহজান আলী, আসাদুজ্জামান, মাছুম মিয়াসহ অনেকে তাদের খামার বন্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত কোন ধরনের প্রনোদনা পাননি বলে জানিয়েছেন তারা।