Top

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯ রোহিঙ্গা আটক

০৫ জুলাই, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯ রোহিঙ্গা আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জের চরকাঁকড়া থেকে ৯ রোহিঙ্গা আটক করেছে স্থানীয় লোকজন। পরে আটককৃত ৩ পুরুষ, ৩ নারী ও ৩শিশু রোহিঙ্গাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়নে পুর্নবাসনের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এরআগে গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে স্বীকার করেছে।

আটককৃত রোহিঙ্গারা হচ্ছেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৩নং ক্লাস্টারের মনির আহমদের ছেলে জাহেদুল্লাহ (২১), ৭০নং ক্লাস্টারের লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮নং ক্লাস্টারের খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪নং ক্লাস্টারের নূর কবিরের মেয়ে মাজেদা বেগম (১৫), ৭নং ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), তার মেয়ে মনিকা বেগম (৮ মাস), ১৪নং ক্লাস্টারের আমির হামজার স্ত্রী হোসনে আরা বেগম (২০), তার ছেলে নূর সাদেক (৫) এবং আনোয়ার সাদেক (২)।

স্থানীয়রা জানান, রাতে চরএলাহী ঘাট দিয়ে উঠে চরকাঁকড়া রাস্তার মাথা হয়ে বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করে নারী ও শিশুসহ কয়েকজন। এসময় তাদের গতিবিধি, আচার আচারণ ও কথাবার্তায় সন্দেহ হলে বাজারের লোকজন তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের কতৃপক্ষের সাথে কথা বলে মঙ্গলবার ভাসানচর আশ্রয়ণে পাঠানো হবে।

শেয়ার