দিনাজপুরের খানসামা উপজেলায় আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে পাঁচটি পরিবারের সাতটি ঘর।
মঙ্গলবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের হকেরহাট লালুপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
এলাকাবাসী জানায়, রান্নাঘরের চুলা থেকে এই আগুনের উৎপত্তি। এই আগুনে ৫টি পরিবারের ৭টি বসতঘর, গোয়াল ও রান্নাঘর এবং আসবাবপত্রসহ ঘরের বেশীর ভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি৷ অগ্নিকাণ্ড এড়াতে সকলের সচেতনতা প্রয়োজন।