কোরবানির ঈদকে ঘিরে চাঁদপুরের বিভিন্ন বাজারে টুং টাং শব্দে জমে উঠেছে কামারেরা। ব্যস্ততা বেড়েছে কামারদের। কামারদের দোকানে তৈরি করা হচ্ছে ধারালো ছুরি, চাপাতি, দা, বঁটিসহ নানান সরঞ্জাম। তাদের এই ব্যস্ততা চলবে ঈদের দিন পর্যন্ত।
বুধবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কামারপট্রিতে ঘুরে দেখা যায় কামারিদের এই ব্যস্ততা। কোরবানির ঈদে পশু জবাই ও মাংস কাটার জন্য নতুন দা, বটি, ছুরিসহ নানান সরঞ্জাম ক্রয় করতে ও পুরাতন সরঞ্জাম ধারাতে ভিড় জমায় ক্রেতারা।
দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে ব্যবসায়ীক অবস্থা খারাপ হলেও এ বছর কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। তবে কেউ কেউ বলছে গেলো দুই বছরের তুলনায় ঈদ সামনে রেখে ব্যস্ততা বাড়লেও এখনো বেচা-বিক্রি শুরু হয়নি।
কামার ব্যবসায়ীরা জানান, পুরো বাজারে প্রায় ১২ থেকে ১৫টি দোকান রয়েছে।