Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

‘মুন্সিগিরি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন শবনম ফারিয়া

২০ জানুয়ারি, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
‘মুন্সিগিরি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন শবনম ফারিয়া

‘দেবী’ দিয়ে চলচ্চিত্রে দারুণ অভিষেক হয় টিভি অভিনেত্রী শবনম ফারিয়ার। এরপর বেশ ক’টি সিনেমায় প্রস্তাব পেলেও তা করা হয়নি তার। ব্যস্ত ছিলেন টিভি নাটকেই।

অবশেষে আবারও চলচ্চিত্রে আসছেন এই তারকা। অমিতাভ রেজা চৌধুরীর ‘মুন্সিগিরি’তে দেখা যাবে তাকে। সহশিল্পী হিসেবে সঙ্গে পাচ্ছেন ‘দেবী’র মতোই- চঞ্চল চৌধুরীকে।

বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ রেজা চৌধুরী নিজেই। জানালেন, আগামী মাস থেকে শুটিংয়ে যাচ্ছেন তারা।

ফারিয়াও জানালেন, সব ঠিক থাকলে আবারও চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এতে আরও দুই কেন্দ্রীয় চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।

ফারিয়া বলেন, ‘এটা একটা রহস্য গল্প। সেই গল্পের একটা পার্ট হলো আমার চরিত্র। আমি চরিত্রটি প্রসঙ্গে এখনও ভালো জানি না। কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি। এরপর পুরোটা বলতে পারব।’

সিনেমার গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যু-রহস্যের তদন্ত করবেন পুলিশের একজন গোয়েন্দা, মাসুদ মুন্সি। তাকে ঘিরেই ছবি। একেবারেই সাদামাটা অথচ প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সি ও তার স্ত্রী পারভীন সুলতানার গল্প নিয়ে ছবিটি মুক্তি পাবে একটি ওয়েব প্ল্যাটফর্মে। এতে মাসুদ মুন্সি হিসেবে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখছেন নাসিফ আমিন। প্রযোজনায় আছেন মাহজাবিন রেজা চৌধুরী।

শেয়ার