Top

হাজীগঞ্জে আনসার সদস্যদের ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

০৬ জুলাই, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে আনসার সদস্যদের ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

ভাতার টাকা উঠাতে গিয়ে ঘুম ভাঙ্গলো অস্থায়ী আনসার সদস্যদের। গেল ইউপি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করে আনসার সদস্যরা।

ওইসময় ভর্তি ফরম পূরণে নেয়া টাকা বৈধ ছিল না। জনপ্রতি ৫০০ থেকে আটশ পর্যন্ত দিয়েছেন তারা। উপজেলা আনসার বিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে ১৮৫৩ জন আনসার সদস্যকে ভাতা দেয়া হচ্ছে। সেই হিসাবনুযায়ী গড়ে ৬০০ টাকা করে ভর্তি ফরম পূরণের সময় হাতিয়ে নেয়া টাকার পরিমাণ দাঁড়ায় ১১ লাখ ১১ হাজার টাকা।

সরকারের কোন রাজস্ব খাতে জমা হয়নি এই টাকা । তাহলে কারা খেয়েছে অস্থায়ী আনসার সদস্যদের এই টাকা। গত কয়েক বছর ধরে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে আনসারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তবে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

ইউপি নির্বাচনের আটমাস পর বুধবার ১৮৫৩ জনকে ভাতার টাকা দেয়া হয়। ওইসময় ভুক্তভোগীরা তুলে ধরেন, ভর্তি ফরম পূরণের সময় যেই টাকা নিয়েছে এবং তিনদিনের যাতায়াত ও খাওয়া খরচ শেষে তাদের পারিশ্রমিক থাকে মাত্র ৮০০/ ১০০০ টাকা।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, অস্থায়ী আনসার সদস্যদের ভর্তি ফরম পূরণের সময় তিনি ছিলেন না। যেই কর্মকর্তা ছিল, তিনি এমন অনিয়মের সাথে জড়িত ছিলেন বলে দায় এড়িয়ে যান।

 

শেয়ার