দিনাজপুরের হিলি সীমান্তে ১৯০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযান চালানোর সময় তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত ২ নারীকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
গ্রেপ্তার নারী আসামিরা হলেন-হিলির ধরন্দা (বেলী ব্রীজের পার্শ্বে) গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী সালমা আক্তার আশা (২১) ও একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৩৮)।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিলির ধরন্দা গ্রামের বেলী ব্রিজের পার্শ্বে জবির মণ্ডলের বাড়িতে থানার অফিসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১৯০ বোতল ফেনসিডিলসহ আশা ও রিনা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার আশা ও রিনা বেগবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।