কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য আরিফুল ইসলামের (২৪) মৃত্যু হয়েছে।ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে প্রাণ হারালেন তিনি। মর্মান্তিক এ ঘটনায় শোকে স্তব্ধ হয়েছে পরিবার ও গ্রামবাসীরা।
নিহত আরিফুল ইসলাম উপজেলার দুর্গাপুরের নুর মোহাম্মদের ছেলে। তিনি মঙ্গলবার ১২ জুলাই রাত পৌনে ৯ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে গেছে, আরিফুল ইসলাম মিরপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি।সোমবার (১১জুলাই) দুপুর আড়াইটার দিকে স্ত্রীসহ মোটরসাইকেল যোগে চিলমারী যাওয়ার পথে ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন।
এসময় তার স্ত্রী সামান্য জখম হলেও গুরুত্বর আহত হন আরিফুল ইসলাম। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।