চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের মাহতাব চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনাকে পরিকল্পিত হত্যা চেষ্টা বলছেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম।
তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে আমার বাড়ির এক কর্মচারি চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দুই ঘরের মাঝখানে করিডোরে আগুন জ্বলছে। ওই সময় করিডোরের সাথে লাগানো কক্ষে আমি স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে ছিলাম। সে (কর্মচারি) জানায়, প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে আগুন জ্বলতে দেখে। আল্লাহর অশেষ রহমত, অল্পের জন্য সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম।
তিনি আরও বলেন, আমি উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই আমার বাড়িতে নেতা-কর্মীদের সাথে মাঝে মধ্যে মতবিনিময় ও আলোচনা হতো। কিছুদিন আগে কে বা কারা আমার বাড়িতে নেতাকর্মীদের নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করে। পরে চুরির ঘটনা ঘটে বাড়িতে। আরেকদিন রাতে বাড়ির ছাদে এক লোককে উঠতে দেখা যায় তবে দেখে ফেলায় দ্রুত পালিয়ে যায় সে। এতদিন বিষয়গুলো নিছক সাধরণ ঘটনা মনে করেছিলাম আমি। কিন্তু মঙ্গলবার গভীররাতে বাড়িতে আগুন লাগার ঘটনাকে পরিকল্পিত এবং আমি ও আমার পরিবারকে হত্যা চেষ্টা বলে মনে করছি।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আগুন লাগার বিষয়ে কেউ এখনো পর্যন্ত জানায়নি। তবে আমি খোঁজ খবর নিয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠাচ্ছি।