ঠাকুরগাঁওয়ে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করা বধুকে যৌতুকের দাবিতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) মোছা. শাপলা বেগম (২০) এর পিতা রফিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শাপলার স্বামী ফয়সাল আলী (৫) কে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত ২১ সালের ২৫ এপ্রিল সদর উপজেলার পদমপুর গ্রামের শাপলা বেগমের সাথে সদর উপজেলার কাচনা তালতলি গ্রামের আব্দুল খালেকের ছেলে ফয়সালের বিয়ে হয়। বিয়ের পরপরই তারা উভয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকুরি নিয়ে সেখানেই বসবাস করে আসছিল। বিয়ের পর থেকেই ফয়সাল যৌতুকের জন্য শাপলার কাছ থেকে টাকা-পয়সা দাবি করে আসছিলেন। ঈদ উপলক্ষে ফয়সালের পরিবার শাপলাকে তাদের বাড়িতে ডেকে পাঠায়। শাপলার পরিবারের লোকজন জামাতার জন্য একটি সোনার আংটি বানিয়ে শাপলাকে গত শনিবার রাতে ফয়সালের বাড়িতে পাঠান। শাপলা সেখানে গেলে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। কিন্তু শাপলা যৌতুক দিতে অস্বীকৃতি জানায় ।
এ সময় ফয়সাল ও তার পরিবারের লোকজন শাপলাকে বেধরক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। প্রতিবেশি দারাজ গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে একই গ্রামে তার খালার বাড়িতে দিয়ে আসেন।
বিষয়টি শাপলার পিতা জানার পর মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রথমে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলায় শাপলার স্বামী ফয়সাল আলী, তার পিতা: আব্দুল খালেক, মাতা ফরিদা বেগম (৫০), ফিরোজ (৩০), দরবার হোসেন ওরফে কশু (৫৭), মামুনি আক্তার (১৯) কে আসামি করে মামলাটি করা হয়।