Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

ডাক্তার পরিচয়ে চিকিৎসা, ফার্মেসি মালিক গ্রেফতার

২০ জানুয়ারি, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
ডাক্তার পরিচয়ে চিকিৎসা, ফার্মেসি মালিক গ্রেফতার

কোন প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারের শাহদৌলা ফার্মেসির মালিক গোলাম মোস্তফাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার আদালত তাকে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে গোলাম মোস্তফা শাহদৌলা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের পরিচালক হিসেবে রয়েছেন। তিনি ডাক্তার নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে ওষুধের ব্যবসার আড়ালে চিকিৎসা দিতেন। চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে করছিলেন প্রতারণা।

মঙ্গলবার জামনগর বাজারে এক অভিযান পরিচালনার সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার নজরে এলে গোলাম মোস্তফাকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান শাহদৌলা ফার্মেসি সিলগালা করা হয়।

এদিকে বুধবার সকালে বাগাতিপাড়া থানা পুলিশের মাধ্যমে দণ্ডিত গোলাম মোস্তফাকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার