নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ মাঝি আহত হয়। এসময় ট্রলারে থাকা মাঝিরা প্রাণে বাঁচতে নদীতে ঝাপ দিলে অন্য ট্রলারের সহযোগিতায় রক্ষা পায়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৪ টায় মেঘনা নদীর দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৬ জন মাঝিমাল্লা নিয়ে মেঘনা নদীর বন্দরটিলা ঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার পথে দমারচর পৌঁছালে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় ট্রলারের থাকা তেলে আগুন লাগলে তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ট্রলারটি ভস্মীভূত হয়। আগুন থেকে বাঁচতে মাঝিমাল্লা সবাই নদীতে ঝাপ দেয়। এসময় আগুনে দুই জনের শরীরের কিছু অংশ দগ্ধ হয়।
আহতরা হলেন, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে মো.রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)।
নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আফসার দিনাজ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ঝাপ দেয়া মাঝিমাল্লাদের দেখতে পেয়ে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে৷ আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।