Top

আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে বাদিয়াখালীতে রেলষ্টেশন চত্তরে মানববন্ধন

১৬ জুলাই, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে বাদিয়াখালীতে রেলষ্টেশন চত্তরে মানববন্ধন

গাইবান্ধার বাদিয়াখালী রেল ষ্টেশনে আন্ত:নগর দোলনচাপা ট্রেন যাত্রা বিরতির দাবীতে আজ শনিবার গাইবান্ধার বাদিয়াখালী রেল ষ্টেশন চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংরক্ষন পরিষদ ,আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদের আহবানে আজ দুপুরে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু ,কাজী আব্দুল খালেক,জাহাঙ্গীর কবির তনু,অঞ্জলী রানী দেবী সহ অন্যরা ।

বক্তারা বলেন ,বাদিয়াখালী থেকে গাইবান্ধার দুরত্ব অন্তত ১৪ মাইল । এখানে একটি রেল ষ্টেশন থাকলেও আন্ত:নগর ট্রেন না থামার কারনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাইবান্ধায় গিয়ে ট্রেন ধরতে হয়। ঢাকা যেতে হলে ১৪ কিলোমিটার দুরে জেলা শহরে যেতে হয়- আমরা এ সমস্যার সমাধান চাই।

শেয়ার