Top

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন সফিউল আযম চৌধুরী লায়ন

১৭ জুলাই, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন সফিউল আযম চৌধুরী লায়ন
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন গত ১৫ জুন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

রবিবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে তাঁকে স্বাগত জানায় ইউএনও রাশিদা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।

এরপরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, সকলের সহযোগিতায় আগামীদিনে উপজেলার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপির উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগী হিসেবে নিজের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরো বলেন, উপজেলা পরিষদ হবে সবার জন্য উন্মুক্ত। এখানে সকলেই নির্ভয়ে আসবেন, সেবা নিবেন।

শেয়ার