Top

জাতীয় নৃত্যনাট্য উৎসব শুরু শিল্পকলায়

২১ জুলাই, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
জাতীয় নৃত্যনাট্য উৎসব শুরু শিল্পকলায়
নিজস্ব প্রতিবেদক :

শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসব শুরু হয়। প্রথম দিন তিনটি নৃত্যনাট্য ‘কবর’, ‘প্রসঙ্গ ৪৭’ এবং ‘চন্ডালিকা’ পরিবেশিত হয়।

দীপা খন্দকারের গ্রন্থনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় পল্লীকবি জসীম উদ্‌দীনের কবর কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ‘কবর’। নৃত্যনাট্যের মূল চরিত্র দাদু ভাই ছিলেন আবদুর রশীদ স্বপন, আতাউর রহমান মোহন ও নিলয় পাল। সাজু আহমেদের রচনা, সংগীত ও নৃত্য নির্দেশনায় এবং কথক নৃত্য সম্প্রদায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘প্রসঙ্গ ৪৭’। নৃত্যনাট্যের মূল চরিত্র সিফাত ছিলেন ফাইজা বারসাত পূর্ণ এবং প্রদীপনাথের চরিত্রে অভিনয় করেন সাম্যদীপ। সবশেষে অনিক বোসের পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘চন্ডালিকা’।

আগামী ২৪ ও ২৫ জুলাই প্রতিদিন বিকেল ৫টা থেকে উৎসবের বাকি দুই দিনের পরিবেশনা পরিবেশিত হবে।

 

বিপি/আইএইচ

শেয়ার