Top

ককটেল আকৃতির ২৭টি বোমাসহ আটক-১

২১ জুলাই, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
ককটেল আকৃতির ২৭টি বোমাসহ আটক-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৭টি ককটেল আকৃতির বোমাসহ মো. তোতা মিয়া (৪২) নামে একজনকে আটক করেছে র‍্যাব। বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সরবরাহকারীসহ ককটেলগুলো উদ্ধার করা হয়। শিবগঞ্জ উপজেলার বাটা গ্রামের মফিজ মোড় হতে ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে সোলায়মান মাষ্টারের আম বাগানের ভিতরে পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে এসব উদ্বার করা হয়েছে।

আটককৃত বোমা সরবরাহকারী শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার বিনাননগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে । র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বাটা গ্রামের মফিজ মোড় হতে ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে সোলায়মান মাষ্টারের আম বাগানে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার একেএম এনামুল করিম ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার অভিযানে নেতৃত্ব দেন।

র‍্যাব জানায়, অভিযানে আম বাগানের পরিত্যক্ত জঙ্গল থেকে তোতা মিয়াকে হাতেনাতে ককটেল সাদৃশ্য ২৭টি বোমাসহ আটক করা হয়। এছাড়াও আটককৃত তোতা মিয়ার কাছ থেকে একটি মোবাইল, একটি সিমকার্ড ও ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোতা মিয়া জানায়, সে জব্দকৃত ককটেল সাদৃশ্য বোমা অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে সরবারাহ বা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী ও ককটেল সরবরাহকারী বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র‍্যাব আরও জানায়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

 

শেয়ার