প্রতিবেদনের বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে ৩৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৬ জন নগরের বাসিন্দা। বাকি ২০ জন বিভিন্ন উপজেলার। এদের মধ্যে সর্বোচ্চ ৮ জন আক্রান্ত হয়েছেন হাটহাজারীতে। এছাড়া রাউজানে ৪ জন, আনোয়ারায় ২ জন এবং চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, কর্ণফুলী, ফটিকছড়ি ও মিরসরাইতে ১ জন করে রয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৪৮৯ জন এবং বাকি ৩৪ হাজার ৭৭১ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৭৩৭ জন নগরীর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।