ধোলাই নদীর জলকরের টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে সংঘর্ষে খুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলাও চলছে। মামলার হয়রানি থেকে বাঁচতে প্রতিপক্ষকে ফাঁসাতে নারজু খাতুন (২৮) নামে আপন প্রতিবন্ধী বোনকে নির্মমভাবে জবাই করে গলা কেটে হত্যা করা হয়।
নির্মম সেই হত্যাকান্ডের দেড় বছর পর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বুধবার (২০ জুলাই) রাতে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের কথা জানিয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের নিজাম গং আতাহার-আলীম গংয়ের পাল্টাপাল্টি মামলা ও বিরোধ মিমাংসার জন্য ২০১৯ সালের ২৪ নভেম্বর শালিস বৈঠক বসে দু’গ্রুপের লোকজন। ওই বৈঠক চলাকালেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নিজাম গ্রুপের আওয়াল নামের একজন খুন হয়। সেই হত্যা মামলায় আসামি হওয়ায় আতাহার-আলীম গংয়ের কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছে আবার অনেকেই গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে মামলার হয়রানি থেকে বাঁচতে নিজাম গ্রæপকে ফাঁসানোর পরিকল্পনা করে আতাহার ও তার লোকজন। সেই পরিকল্পনা অনুযায়ী আতাহার ও তার লোকজন ২০২০ সালের ২৪ ডিসেম্বর আপন প্রতিবন্ধী বোন নারজু খাতুনকে (২৮) নির্মমভাবে জবাই করে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাতিজা সবুজ বাদী হয়ে নিজাম
গ্রুপের ১৩ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করা হয়। থানা পুলিশের তদন্তের একপর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি সিআইডি পুলিশ গ্রহণ করে। পরে সিআইডি পুলিশের সিরাজগঞ্জের বিশেষ পুলিশ সুপার কামাল হোসেনের দিকনির্দেশনায় তদন্ত শুরু করা হয়। তদন্তে দুই গ্রুপের বিরোধ ও আওয়াল হত্যার বিষয়টি সামনে চলে আসায় গত ১৫ জুলাই এ মামলার
সন্দেহভাজন আসামি সরোয়ার হোসেন সঞ্জুকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ জুলাই তাকে আদালতে সোপর্দ করার পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন হয়েছে। অপরদিকে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী বোন নারজু খাতুনকে হত্যার মূল পরিকল্পনাকারী তার আপন বড় ভাই আতাহারসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের সিআইডি পুলিশের পরিদর্শক মোঃ ওহেদুজ্জামান।