Top

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

২৪ জুলাই, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন এবং বর্ণাঢ্য র‍্যালী ও পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে৷

রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালায়ের বাস্তবায়নে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ প্রমুখ৷

 

শেয়ার