নীলফামারী সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক জেলা শহরের জুম্মাপাড়া নিবাসী সুরাইয়া আলী বকুল (৭৬) রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর শহরের সাগরপাড়ায় মেয়ে জামাইয়ের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে রেখে গেছেন।
সন্ধ্যায় নীলফামারী পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন হয়।
সুরাইয়া আলী জাতীয় ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী টুলটুল ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বুলবুলের বড় বোন ছিলেন।
সুরাইয়া আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।