Top

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন

২৪ জুলাই, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন
মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে । এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২০ টাকা খরচে রোগীরা এ সেবা নিতে পারবে।

রবিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভির হাসনাতের সভাপতিত্বে আল্ট্রাসনোগ্রাম মেশিন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সরকারি রেট অনুযায়ী রোগীদের অর্ধেক পেট আল্ট্রাসনোগ্রাম করতে ১১০ টাকা এবং পুরো পেটের জন্য নেয়া হবে ২২০ টাকা।

শেয়ার