Top

উলিপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপা‌রের মৃত্যু

২৪ জুলাই, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
উলিপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপা‌রের মৃত্যু
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৭০) না‌মে এক মাদরাসার সা‌বেক সুপা‌রের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপ‌জেলার দলদলিয়া ইউনিয়নের উলিপুর-রাজারহাট সড়‌কে বসার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

‌নিহত আব্দুল ক‌রিম একই উপজেলার পান্ডুল ইউনিয়নের আউদিয়ারপাড় এলাকার মৃত ইছিমুল্লাহ ব্যাপারীর পুত্র। তিনি জোরসয়রায় হাট দা‌খিল মাদরাসার সুপার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

প্রত‌্যক্ষদ‌র্শি ও নিহতের স্বজন সূত্রে জানা গে‌ছে, আব্দুল ক‌রিম বাকরেরহাট বাজার থেকে বাইসাইকেলে বাড়ী ফেরার পথে বসার বাজার নামক স্থা‌নে পৌঁ‌ছি‌লে নাজিমখাঁন থেকে আসা উলিপুরগামী এক‌টি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এসময় তি‌নি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড কর‌লে উ‌লিপুর হাসপাতা‌লের সাম‌নেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহত ব্যক্তির আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার