Top
সর্বশেষ

গোপালগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড

২৫ জুলাই, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড
গোপালগঞ্জ প্রতিনিধি  :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শান্তিলতা ক্লিনিকে অভিযান চালিয়ে প্রিন্স মৈত্র (২৮) নামে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৪ জুলাই) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ জেল ও জরিমানার আদেশ দেন।

সাজাপ্রাপ্ত প্রিন্স মৈত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রামের পংকজ পাগলের ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার শান্তিলতা ক্লিনিকে অভিযান চালানো হয়।

এসময় ডাক্তারী পরীক্ষার কাজগ পত্র পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হলে ভুয়া ডাক্তার প্রিন্স মৈত্রকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণের নির্দেন দেন বিচারক।

এছাড়া ওই ক্লিনিকের মালিক দিলীপ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নন্দা সেন গুপ্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার