Top

চট্টগ্রামে লিখিত পরীক্ষায় প্রক্সি, মৌখিক পরীক্ষায় আটক

২৫ জুলাই, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে লিখিত পরীক্ষায় প্রক্সি, মৌখিক পরীক্ষায় আটক
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মো. মুজিবুর রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে অংশগ্রহণের উদ্দেশ্যে আবেদন করেছিলেন তিনি। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায়ও সেই নামে পরীক্ষা দেওয়া হয়। কিন্তু ২৫ জুলাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে বাধে বিপত্তি। লিখিত পরীক্ষার খাতার হাতের লেখার সাথে মৌখিক পরীক্ষায় নেওয়া নমুনা হাতের কোনো মিলই নেই।

বিষয়টিতে খটকা লাগে ভাইভা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের। ফলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা ও রেকর্ডরুম শাখা) মিল্টন বিশ্বাস এবং পিটিআই সুপার মুজিবুর রহমানের কাছে জিজ্ঞাসাবাদ করেন। এসময় পরীক্ষায় প্রক্সির কথা স্বীকার করেন তিনি।

ঘটনার বিস্তারিত জানিয়ে মুজিবুর বলেন, তিনিই আসল আবেদনকারী। কিন্তু লিখিত পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেননি। চট্টগ্রামের চকবাজারের মানিক নামে এক ব্যক্তির সাথে তিনি ৫ লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। চুক্তি মোতাবেক লিখিত পরীক্ষা দিবেন মানিক, সেই পরীক্ষায় টিকিয়ে দেওয়ার দায়িত্ব তার। বিনিময়ে তাকে দিতে হবে ৫ লাখ টাকা।

মুজিবুর মানিকের প্রস্তাবে রাজি হয়ে কিছু টাকা এডভান্সও দেন মানিককে। বিনিময়ে পরীক্ষায় আংশগ্রহণ করে মানিক। সেই পরীক্ষায় টিকেও যান মুজিবুর। যার প্রেক্ষিতে তাকে আজকের মৌখিক পরীক্ষায় আংশগ্রহণ করতে আসেন তিনি। তবে মৌখিক পরীক্ষায় হাতের লেখা মেলানোর বিষয়টি অবগত ছিলেন না মুজিবুর। যার কারণে ধরা পড়ে যান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ঘটনায় পর মুজিবুরকে কোতোয়ালি থানা হেফাজতে সোপর্দ করা হয়। এ বিষয়ে বাদী হয়ে মামলা দায়ের করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানতে চাইলে প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন বলেন, পরীক্ষার্থীর আচার-আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল। পরবর্তীতে মৌখিক পরীক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষার হাতের লেখার সাথে মৌখিক পরীক্ষায় নেওয়া হাতের লেখা মিলিয়ে আমরা বুঝতে পারি তিনি অসদুপায় অবলম্বন করেছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে তাকে জিজ্ঞেসাবাদের পর তিনি সবকিছু অকপটে স্বীকার করেন। তার ফোনে প্রক্সি হিসেবে অংশ নেওয়া মানিকের সাথে পরীক্ষার ব্যাপারের যোগাযোগের বেশকিছু তথ্যপ্রমাণ আমরা পাই। ফলে তার পরীক্ষা বাতিল করে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করি। নিয়ম অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ঘটনায় একটি মামলা করবে।

প্রসঙ্গত, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৫৪ হাজার আবেদনকারী। মৌখিক পরীক্ষার জন্য ডাক পাওয়া চট্টগ্রামের ৬ হাজার পরীক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রতিদিন ১শ জনের কাছ থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে, যা শেষ হবে ১৬ আগস্ট।

এর আগে গত ১ জুন জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়া ১৫ জন পরীক্ষার্থী ধরা পড়েন মৌখিক পরীক্ষায়।

শেয়ার