কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যেন কমছেই না কাঁচামরিচের ঝাঁজ। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রয় হচ্ছে ১৬০ টাকা দরে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।
সোমবার উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, বর্তমান খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৬০ টাকা দরে। ক্রেতাদের অভিযোগ হঠাৎ করেই বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ৭০-৮০ টাকা বেড়েছে, তা আর কমছে না।
শনিবার উপজেলা শহরের পাইকারী সবজি ব্যবসায়ী সাইদুল, এরশাদ, মেহেদিসহ কয়েকজন বলেন, বাইরে থেকে ১২০ টাকা দরে কিনে বহন খরচ দিয়ে এনে এখানে বিক্রয় করছি।গেল বন্যায় কিছু কিছু এলাকার মরিচের গাছ পানিতে পচে যাওয়ায় এবং মরিচের সরবরাহ কমে যায়। এতে বাজারে কাঁচামরিচের দাম ওঠানামা করছে। বাইরে থেকে বাজারে ঠিকমত মরিচ এলে দাম কমে, আর না এলে দাম বেড়ে যায়।
উপজেলার থেতরাই বাজার, সাতদরগাহ বাজার, নাগড়াকুড়া বাজার, জুম্মাহাট বাজার, বজরা বাজার, বামনের হাট বাজারের খুচরা বিক্রেতারা জানান, গত কয়েকদিনে কাঁচামরিচের দাম ৭০-৮০ টাকা বেড়েছে। আজ আমরা পাইকারি মূল্যে ১৪০ টাকা কেজি হারে মরিচ কিনেছি। আর ক্রেতাদের নিকট খুচরা বিক্রি করছি ১৬০ টাকা দরে।
বাজার করতে আসা সাধরণ ক্রেতারা বলেন, ঈদের আগে ৯০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনছিলাম।ঈদের পর থেকে আজ ১৮০ টাকা কেজি কিনতে হচ্ছে। যা রোজগার হয় তা দিয়ে ঠিকমতো বাজার করতে পারি না।প্রশাসন বাজার মনিটরিং করলে আমরা হয়তো হাতের নাগালে বাজার করতে পারবো।