Top

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ

২৭ জুলাই, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা গহিরা অঞ্চলে বঙ্গোপসাগরে মালবাহী লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪জেলে জীবিত ফিরে এলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো ২জন। নিখোঁজ জেলেরা হলেন রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র মো. হারুনুর রশীদ (৪৫) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা মো. আব্দুর রশিদ (৪০)।

এদিকে দুর্ঘটনার বিষয়ে বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন জানান গত মঙ্গলবার উপকূল থেকে প্রায় দুই ঘন্টা সাগর পথে ভোর সাড়ে তিনটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ৪জেলেকে জীবিত উদ্ধার করা করা হয়েছে । তবে নিখোঁজরা মৃত নাকি জীবিত এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এখনো কোথাও তাদের লাশ ভেসে আসেনি। অন্য ট্রলারেও তারা আশ্রয় নিতে পারে।

জানা যায়, গত রবিবার ৬ জন মাঝি মাল্লা নিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া বারিশালগামী একটি মালবাহী লাইটার জাহাজ মাছ ধরার ট্রলারটি কে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি।

গহিরা পিচের মাথা ঘাট এলাকার সভাপতি সোবহান বলেন, লাইটার জাহাজের ধাক্কায় ছোট ট্রলারে থাকা ৬ জনের মধ্যে ৪জন ট্রলার থেকে লাফ দিয়ে বেঁচে গেলেও বাকি মাঝি আর এক শ্রমিকের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমরা থানায় এবং নৌ পুলিশকে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

শেয়ার