Top

অভিষেকের পর যে টুইট করলেন কামালা

২১ জানুয়ারি, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
অভিষেকের পর যে টুইট করলেন কামালা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই দেশসেবার প্রতিশ্রুতি দিয়ে তিন শব্দের একটি টুইট করেছেন কামালা হ্যারিস।

স্থানীয় সময় বুধবার দেশটির প্রথম নারী, প্রথম অশ্বেতাঙ্গ ও প্রথম এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়রের কাছে শপথ নেন কামালা হ্যারিস।

এরপরই কামালা তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে লেখেন, ‘সেবার জন্য প্রস্তুত।’

কামালা হ্যারিসের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা প্রায় দেড় কোটি।

এর পাশাপাশি তিনি যে দাপ্তরিক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন, সেটির ফলোয়ার সংখ্যা প্রায় ৭০ লাখ।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে কামালা হ্যারিসের জয়কে লৈঙ্গিক বৈষম্য ও বর্ণবাদবিরোধী লড়াইয়ের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জয়ের পর প্রথম ভাষণে কামালা বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রথম নারী হলেও তিনিই শেষ নন।

১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু কমলার। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত সিনেটর। প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছিলেন তিনি।

শেয়ার